প্রবাস মেলা ডেস্ক: ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন কুয়েত প্রবাসী সাংবাদিক শেখ এহছানুল হক খোকন। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে আলাপচারিতায় শেখ এহছানুল হক জানান, বাংলাদেশের রেমিটেন্সের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যার মধ্যে কুয়েত তেমনি একটি দেশ। দেশটিতে বর্তমানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও এখনো সেখানে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সেখানকার প্রবাসীদের নানা সমস্যা-সমাধানে দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
শেখ এহছানুল হক খোকন দীর্ঘ দিন ধরে প্রবাসে সাংবাদিকতার সাথে জড়িত আছেন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশন এবং পাক্ষিক প্রবাস মেলা’র কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এছাড়া তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত এর সহ সভাপতি, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত এর সহ সভাপতি, সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী কুয়েত এর প্রতিষ্ঠাতা সদস্য সহ প্রভৃতি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন।
এ সময় অন্যান্যের মধ্যে শেখ এহছানুল হক খোকন এর সহধর্মিনী নারী নেত্রী কাজী কানিজ ফাতেমাও উপস্থিত ছিলেন।
পরে প্রবাস মেলা’র সম্পাদক ও নির্বাহী সম্পাদক এর সাথে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।