জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই স্লোগান নিয়ে এবং যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততই উন্নত। এ লক্ষে গত ১৮/১১/২০১৮ রবিবার বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল এওয়ার্ড প্রদান আওয়ার টিউটরস নেশান ওয়াইড (Our tutors nationwide) এর পক্ষ থেকে পূর্ব লন্ডন গ্রিন স্ট্রিটের আওয়ার টিউটরস নেশান ওয়াইড হলরুমে। প্রবাসী বাংলাদেশিদের চিন্তা মাথায় রেখে ছাত্র ছাত্রীদের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে আওয়ার টিউটরস নেশান ওয়াইড ২০১৪ সাল থেকে ইয়ার থ্রি,ইয়ার ৮,জি সি এসসি এবং এ লেভেল প্রস্তুতি শুরু করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মুন্না। এতে ইউকে ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা স্বপ্নের সোনার বাংলার সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন সুন্দরের জন্য ২০১৪ সাল থেকে প্রতিবারের মত এবারও ১০০% টপ গ্রেডস অন জিসিএসসি,এ লেভেল এবং স্টেট পরীক্ষায় কৃতকার্য (successful) এবং যে সব বাচ্চাদের গ্রামার স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এমন মেধাবী ছাত্র ছাত্রীদেরকে পুরস্কৃত ও আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সকল বাচ্চাদের বাবা আয়োজিত এই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে সিইও এবং বিশিষ্ট লেখক মুকলেসুজ্জামানের সঞ্চালোনায় বক্তৃতা প্রদান করেন প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মোন্না , মুক্লেসুজ্জামান খান সিইও(CEO). আফরোজা আক্তার ইতি, ইসমত জাহান এবং সাহানাজ সিকদারসহ অনেকেই। উপস্থিত বক্তাদের বক্তৃতায় ছিল ভরা প্রাণ এবং বাচ্চাদের আর বাচ্চাদের বাবা মায়েদের আনন্দ উল্লাস ছিলনা কোন কমতি । উচ্ছ্বাসে ছেয়ে ছিল মিষ্টি আর বিরিয়ানিতে। দেশ থেকে প্রবাসের ইউকেতে এসেও সন্তানদের সুন্দর ভবিষ্যতের প্রতি উদগ্রিব যেমন প্রত্যেক বাবা মায়েরা, তেমনি এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও বরাবরি চেষ্টার ত্রুটি করেননা বলে প্রকাশ ছিল বক্তাদের। আয়োজিত এই অনুষ্ঠিত অনুষ্ঠানে এতে বক্তৃতা প্রদান করেন প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে এবং সিইও বিশিষ্ট লেখক মুকলেসুজ্জামানের সঞ্চালোনায় বক্তৃতা প্রদান করেন প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মোন্না , ইঞ্জিনিয়ার আবু ছামা আলাউদ্দিন,আফরোজা আক্তার ইতি,ইসমত জাহান এবং সাহানাজ সিকদার সহ অনেকেই। বক্তারা বলেন, শিক্ষিত হয়েই মানুষ জন্মায় না বরং জন্মানোর পরেই মানুষকে মানুষ হতে হয় আর এই সহযোগিতার শুরুতেই মা এবং বাবার পরেই শিক্ষকগণ আসেন সৎ এবং সত্যানুসন্ধানি হয়ে পথ দেখানো বা আলোর দিশারী হয়ে অনেকেই মনে করেন। প্রবাসে এসেও থেমে থাকেনি হতভাগ্য প্রবাসীরা সন্তানকে মানুষ করার হাতিয়ার হয়ে অক্লান্ত পরিশ্রম করেও। যে যেই দেশেই থাকিনা কেন সেদেশের ভাষাকে আয়ত্ত করা এবং বাংলাভাষা ও বাংলাভাষার কৃষ্টি কালচারকে ধরে রাখার অদম্য চিন্তাকে ধরে রেখে শিক্ষা দেওয়ার অধিকারীদেরকেই মানুষ গড়ার কারিগর সবাই মনে করে থাকি। তাই তো সম্রাট নেপলিয়ান বলেছিল আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। যদিও আমাদের প্রতিনিয়তই দেশে থাকার অবস্থান সবার নেই তবে মাথায় আছে, বিবেক কাজ করে দেশের প্রতি । কিন্তু বর্তমান সমাজ ও সামাজিক ব্যবস্থায় শিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত বিবেকের প্রয়োজন তাই প্রবাসের ইউকে
থেকেও থেমে থাকেনি এমনি কিছু শিক্ষানুরাগী দেশের সর্বোচ্চ শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে বাংলাদেশি ছাত্র ছাত্রীদের লেখা পড়ার সহযোগিতামূলক শিক্ষা দেন কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এবং এটাই তাদের চাকুরী হিসাবে মেনে নেন। পরিশেষে উচ্ছ্বাসে ছেয়ে যাওয়া মিষ্টি আর বিরিয়ানিতে আয়োজিত এই অনুষ্ঠান প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মুন্নার সমাপনি বক্তৃতারমাধ্যমে সমাপ্তি হয়।