রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পৃথিবীতে যখন ইসলামের শত্রু এক শ্রেণীর শাসক গোষ্ঠির হাতে শোষণ হচ্ছে মুসলমানরা তখনও ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় থেমে থাকেনি। বর্তমানে ইউরোপের অগ্রসর অর্থনীতির এবং ইউরোপে অভিবাসী প্রত্যাশীদের স্বর্গরাজ্যর দেশ পর্তুগাল। যদিও প্রাচীনকাল থেকে এই পর্তুগালের রয়েছে দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান প্রধান দেশটিতে বর্তমানে মুসলমানদের সংখ্যা নেহায়াত কম নয়।
তারই ধারাবাহিকতায় ইসলামিক কমিউনিটি ইন পোর্তো এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতা পোর্তোর হোটেল ইউরোষ্টার হিরোইসমোতে মোজাম্বিকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর পবিত্র কোরআন শরীফ এর উপর গবেষণা করে পর্তুগীজ ভাষায় অনুবাদের সংকলন কপি উপস্থাপন করেন।

উক্ত পর্তুগীজ ভাষায় পবিত্র কুরআন শরীফের অনুবাদ অনুষ্ঠানে পর্তুগাল মোজাম্বিকের কনস্যুলার, পর্তুগালের সাবেক মন্ত্রী ডঃ মানুয়েল পিজারো, পোর্তোর সিটি কার্পোঃ এর জোন্তা প্রেসিডেন্ট আন্তোনিও ফনসেকা, জোয়াও কোয়েলো, লিসবনের এবং পোর্তোর খ্রিস্টান ধর্মীয় পাদ্রে, পর্তুগাল জুইস কমিউনিটির প্রেসিডেন্ট, আন্টোনিও নুনেস, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, হযরত হামজা (রাঃ) মসজিদের সভাপতি মামুন হাজারী, ইসলামিক কমিউনিটি ইন পোর্তোর সেক্রেটারি আব্দুল্লাহ, বিভিন্ন কমিউনিটির কর্মকর্তা সহ পর্তুগীজ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।