প্রবাস মেলা ডেস্ক: ন্যাটো সদস্য তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডকে জোটের সদস্যপদে সমর্থন দিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে দেশগুলোর ন্যাটোতে যোগদানের বিরোধিতা করেছিল তুরস্ক। সুইডেন ও ফিনল্যান্ডের কুর্দিদের প্রতি সমর্থন ও আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ ছিল তুরস্ক। তুরস্কের সমর্থন ছাড়া সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে পারবে না। রাশিয়া দৃঢ়ভাবে এই দুইটি রাষ্ট্রের যোগদানের বিরোধিতা করে আসছে। এমনকি ইউক্রেনে যুদ্ধের অজুহাত হিসেবে পশ্চিমের প্রতিরক্ষামূলক সামরিক জোটের সম্প্রসারণকে ব্যবহার করেছে দেশটি। কিন্তু মস্কোর আগ্রাসনের বিপরীত প্রভাব পড়েছে। কারণ, সুইডেন ও ফিনল্যান্ডের জন্য ন্যাটোতে যোগদানের পথ এখন পরিষ্কার।
তুরস্কের উদ্বেগের সমাধান করে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, সন্দেহভাজন জঙ্গিদের তুরস্কের কাছে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিতে সম্মত হয়েছে সুইডেন। তিনি বলেন, দুই নর্ডিক দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর থেকে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো বলেন, একে অপরের নিরাপত্তার জন্য হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য তিনটি দেশ যৌথ স্মারকলিপিতে স্বাক্ষর করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, এটি ন্যাটোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যালয় বলেছে, তারা সুইডেন ও ফিনল্যান্ডের কাছ থেকে ‘যা চেয়েছিল তা পেয়েছে’। এর আগে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় নর্ডিক দেশ দুটি মে মাসে ন্যাটোতে যোগদানের ঘোষণা দেয়।
সূত্র: বিবিসি