হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বাংলা সাহিত্যের কিংবদন্তি পুরুষ ‘হুমায়ূন মেলায়’ তার স্ত্রী মেহের অাফরোজ শাওন এর হাতে প্রবাস মেলা।
৭ অক্টোবর ২০১৮ রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন কুইন্স প্যালেসের মিলনায়তনে দ্বিতীয়বারের মত শুরু হয়েছে ‘হুমায়ূন মেলা’। এতে প্রধান অতিথি ছিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী, নাট্যকার মেহের আফরোজ শাওন।
মেলা’র এক ফাঁকে জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নিউইয়র্ক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।