মামুন ইমতিয়াজ:
গত বছরের সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রকৌশলী ড. শেখ মইনউদ্দিন বলেছিলেন, সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান । কে জানতো ৬ মাস পরই আসছে সেই সুযোগ। ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পে নেতৃত্ব দেয়া এই প্রকৌশলীকে সম্প্রতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জন্মভূমির জন্য নিবেদিত হয়ে কাজ করতে ঈদের পর দেশে ফিরবেন তিনি ৷
ড. শেখ মইনউদ্দিনকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া দেয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, মূলত শেখ মইনউদ্দিনকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সড়ক অবকাঠামো নির্মাণে অত্যধিক ব্যয়ের বিষয়টিতে রাশ টানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমিয়ে আনার জন্য ।
ব্যক্তিগত পরিচিতি ও শিক্ষা
শেখ মইনউদ্দিনের জন্ম বাগেরহাট জেলার ফকিরহাটে। উচ্চমাধ্যমিক পড়ার পরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইজিয়ানা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএস) সম্পন্ন করেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর (এমএস) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)
থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাজীবনের মূল বিষয় ছিল পুরকৌশল, পরিবহন ও পরিবেশ। যুক্তরাষ্ট্রের প্রকৌশলীদের নানা পেশাগত সংঘের সঙ্গে তার যুক্ততা রয়েছে।
কর্মজীবন
১৯৯১ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগে (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন) জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন শেখ মইনউদ্দিন। ২০২৩ সাল থেকে তিনি এই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের নিরাপত্তা পরিচালন বিভাগের প্রধান হিসেবে কর্মরত এর আগে তিনি প্রায় সাত বছর ওই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের কর্মসূচি ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক ছিলেন।
কর্মজীবনে শেখ মইনউদ্দিন সরকারি ও বেসরকারি অর্থায়নে শত শত কোটি ডলারের প্রকল্প বাস্তবায়নে যুক্ত ছিলেন। তিনি গণপরিবহন ব্যবস্থাপনায়ও উদ্ভাবনী ভূমিকা রেখেছেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ‘ডায়নামিক লেন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করতে নেতৃত্ব দেন, যা মহাসড়কের নিরাপত্তা বৃদ্ধি এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
এছাড়া যানযট কমাতে তিনি ‘ফ্লেক্স লেনা’ ধারণা উদ্ভাবন করেন, যা ২০১৬ সালে জার্মানির বার্লিনে হাইওয়ে পারফরম্যান্স বৃদ্ধির ওপর আন্তর্জাতিক সিম্পোজিয়াম (আইএসইএইচপি) উপস্থাপন করা হয় মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি এবং সদ্ব্যবহার বিষয়েও তার গবেষণা রয়েছে। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে ক্যালিফোর্নিয়ায় যানবাহন ব্যবস্থাপনা কৌশল প্রণয়নের সঙ্গেও যুক্ত ছিলেন শেখ মইনউদ্দিন।
পুরস্কার
কর্মজীবনে বহু বছর ধরে পরিবহন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন শেখ মইনউদ্দিন। যার মধ্যে কয়েকটি হলো ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন (এফএইচডব্লিউএ), আমেরিকান অ্যাসোসিয়েশন অব স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস (এএএসএইচটিও) এবং ক্যালিফোর্নিয়া ট্রান্সপোর্টেশন ফাউন্ডেশন ফাউন্ডেশন (সিটিএফ)। এছাড়া তিনি ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর শিলা কুহল, লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জেভ ইয়ারোস্লাভস্কিসহ বেশ কয়েকটি শহর ও সম্প্রদায়ের কাছ থেকে একাধিক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রকল্পগুলো নিউ ইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমসসহ যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক কয়েকটি জার্নাল এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়া সরকারের পেশাদার ইঞ্জিনিয়ার্স (পিইসিজি) থেকেও পুরস্কার লাভ করেছেন।
কর্মজীবনের বাইরে শেখ মইনউদ্দিন বাংলাদেশ ছাত্র সমিতির সভাপতি এবং ইউনিভার্সিটি অব লুইজিয়ানা আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই)-এর সাধারণ সম্পাদক ছিলেন । তিনি ১৯৯১ সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ)-এর লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ২০২৩-২০২৪ সাল পর্যন্ত উত্তর আমেরিকার এএবিইএ-এর কেন্দ্ৰীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা
সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শেখ মইনউদ্দিন বলেন, আমি এখন দেশে যাচ্ছি। যেয়ে যদি বাংলাদেশের জন্য কিছু করতে পারি তাহলে মনে করব আমরা স্বপ্নটা পূরণ হলো।
তিনি আরও বলেন, আমার জন্য প্রথম যে দুইটা কাজ হবে যেটা আমাকে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে, প্রথমটা হলো ঢাকার যানজট কীভাবে কমানো যায় এবং আরকেটি হলো নিরাপত্তা। ঢাকার মতো জায়গায় যদি যানজট না কমে তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। খুব দ্রুতই আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সেই জন্য দেশে যেয়েই অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে বসে খুব দ্রুত চেষ্টা করবো শর্ট টাইম প্রজেক্টগুলো বাস্তবায়ন করা।
পারিবারিক জীবন
শেখ মইনউদ্দিনের স্ত্রী আমেরিকান বোর্ড অব ইন্টারনালের মেডিসিন ও নেফ্রোলজিস্ট সার্টিফাইড (কিডনি স্পেশালিস্ট)। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে আইন বিষয়ে পড়াশোনা করছে, আর ছোট মেয়ে অষ্টম গ্রেডে পড়ছে। অবসর সময়ে এই পরিবার ভ্রমণ করতে পছন্দ করে।
নিজের মেধা ও দক্ষতায় মার্কিন সরকারে কাজ করা সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সড়ক অবকাঠামো খাতে নতুন মাত্ৰা সংযোজন করবেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী । এমনটাই প্রত্যাশা সকলের।
প্রবাস মেলা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ মইনউদ্দিন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের দুঃখ-দুর্দশা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরছে পত্রিকাটি। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
লেখক: প্রেজেন্টার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।