প্রবাস মেলা ডেস্ক: বিশিষ্ট কিডনী বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের প্রবাসী ড. তাপসী সাহা এর হাতে প্রবাস মেলা। সম্প্রতি এলজিইডি ভবনে এইচএম ভয়েস এর উদ্যোগে তাপসী সাহা কে দেওয়া সম্মাননা অনুষ্ঠানের একফাঁকে পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ এই প্রবাসীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
কবি ও বিশেষজ্ঞ চিকিৎসক তাপসী সাহা পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করেন। তিনি পরেরবার বাংলাদেশে আসলে পত্রিকার অফিস ভিজিট করারও ইচ্ছা প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে তারুণ্যের কবি শেখ নজরুল, এইচএম ভয়েস এর সাধারণ সম্পাদক সালমান ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন।