জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২১ আগস্ট ২০২২, রবিবার পূর্বে লন্ডনের মেনর পার্ক CHAI NAAN রেস্টুরেন্টে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র নব নির্বাচিত ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রথম আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নুতন সভাপতি মনোয়ার মোহাম্মদ, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক।
এডভোকেট ইফফাত আরা রোজী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সবুজ সভার শুরুতে নির্বাচিত পাঁচ প্রতিনিধিকে পরিচয় করে দিয়ে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব এখলাসুজ্জামান খান টুটুল। এরপর সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার উদ্বোধনী বক্তব্য রাখেন।
এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সর্বজনাব আমিনুল ইসলাম সহিদ, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ফজলুল হক, সাবেক আহ্বায়ক আওয়াল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসানুল আম্বিয়া শুভন, সামস তালুকদার তানজিল, সহ সভাপতি সাঈদ করিম শিমুল, সহ সভাপতি ইউনুছ আলী, সহ সভাপতি মোহাম্মদ হোসেন হিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম তালুকদার তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক নাঈম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদা আলিম। একটি সুষ্ঠ নির্বাচন এবং পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের মধ্যে সাইফুর রহমান টিটু, জাহিদুল ইসলাম জাহিদ, নাজমুল আলম রাজীব, ইমামুল আহসান সুমন, মহামুদুল হাসান বাবুকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বক্তারা সংগঠনের বৃহত্তম ঐক্যের ভিত্তিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সভায় সংগঠনের পক্ষ থেকে গ্রীষ্মকালীন পিকনিক, ম্যাগাজিন প্রকাশ, হোয়াটস্যাপ গ্রুপ নীতিমালা, অভিষেক, তহবিল এবং গঠণতন্ত্র প্রণয়ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।