প্রবাস মেলা ডেস্ক: জালালাবাদ এসোসিয়েশন ইতালি এর উদ্যোগে বিয়ানীবাজার উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার মাটি ও মানুষের বন্ধু, বিয়ানী বাজার উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব, দুবাগ ইউনিয়েনের সম্মানিত চেয়ারম্যান জালাল উদ্দিন সহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব আবুল কাশেম পল্লব, জালালাবাদ এসোসিয়েশন ইতালি এর সম্মানিত দায়িত্বশীলবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। জালালাবাদ এসোসিয়েশন একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের নেতৃবৃন্দরা প্রবাসে থেকেও মা ও মাটির টানে দুর্যোগময় মুহূর্তে বন্যা কবলিত অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এ প্রসঙ্গে জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র সম্মানিত প্রেসিডেন্ট অলি উদ্দিন শামীম বলেন, আমরা বিদেশে থাকলেও দেশের জন্য আমাদের মন কাঁদে। আমরা যেকোন দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করি। তিনি আরও বলেন, সিলেটের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।