রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানে জেরাস্ গার্মেন্টস এন ম্যানুফ্যাচারিং কোম্পানি লিমিটেড জেপিএল ক্রিকেট টুনামেন্ট সিজন-২০২২ সাহাবের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে এই কোম্পানির বিভিন্ন সেকশনের ১২টি দল অংশগ্রহণ করেন। ২০ মে ২০২২ অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট ৩ জুন ২০২২ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। ফাইনালে মোকাবিলা করেছে Strikers Vs Mallu Strikers. প্রথম ব্যাট করে Strikers দল ৩ উইকেটের বিনিময় ১৭৬ রান করে। জবাবে Mallu Strikers ৫৪ রানে অলআউট হয়। Strikers ৭ উইকেট হাতে রেখে ১২৩ রানে জয় লাভ করে।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন- জেরাস্ গার্মেন্টসের গ্রুপ জেনারেল ম্যানেজার মি. বাইজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. আর. মুনসী কিই. এ. গ্রুপ ম্যানেজার, এম. আর. সুনিল, সামারাসিং ফ্যাক্টরি ম্যানেজার, এম. আর. সুনীল চামেলা, এম. সাজি, এম.আর. সুরেশ, প্রডাকশন ম্যানেজার, মো: বসির আহমেদ, মো: মাসুদ, মো: মাহবুব আলম, মেকানিক ম্যানেজার রাসেল, প্যাকিং ম্যানেজার মো: সাইফুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মো: রহম উল্লাহ্, প্রডাকশন ম্যানেজার মো: বসির আহমেদ। মো: মাসুদ, মো: মাহবুব আলাম, মেকানিক ম্যানেজার রাসল, প্যাকিং ম্যানেজার মো: সাইফুল্লাহ।