বিশ্বনাথ, সিলেট: ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্র নুরুল হাসান সোহানের চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। এ পর্যন্ত সহায়তা বাবদ যে পরিমাণ আর্থিক সাহায্য পাওয়া গেছে তার সবই বর্তমানে দেশীয় চিকিৎসায় ব্যয় হয়ে গেছে।দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত সোহান বর্তমানে ঢাকাস্থ স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। তার সঠিক চিকিৎসার জন্য ইতিমধ্যে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে ৩০ জুন রবিবার কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট (ইউকে) এর সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আবুল মনসূর চৌধুরী সোহানের চিকিৎসা বাবদ ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেলওয়ার হোসেন সেলিম, ব্যবসায়ী জামাল আহমেদ চৌধুরী, করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ী দিলদার হোসেন শামীম, শিব্বির আহমদ মাসুম প্রমূখ।
সোহানের বড় ভাই নজরুল হাসান জিসান এসময় ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ গ্রহণ করেন এবং সোহানের যথাযথ চিকিৎসার জন্য চিত্ত ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এভাবেই আরও সমাজের চিত্ত বিত্তের অধিকারী মানুষগণ সোহানের পাশে দাঁড়ালে সোহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত সোহান বর্তমানে ঢাকাস্থ স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। তার সঠিক চিকিৎসার জন্য ডাক্তার স্টাফ ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সোহানের পরিবারের পক্ষে ব্যয়ভার বহন সম্ভব হচ্ছেনা। তাই সকলের সাধ্যানুযায়ী সহযোগীতায় মেধাবীছাত্র নুরুল হাসান সোহান এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। সোহানের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুক মারা গ্রামে। সে সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।