রানা সাত্তার, চট্টগ্রাম: ২৬জানুয়ারি ২০২০ রবিবার , বিকেল ৩টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট হল রুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে দেশের সকল পাঠক নন্দিত চট্টবাণী পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
মনিদীপা চৌধুরী ও অর্পিতা ভদ্র প্রাপ্তির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার সম্পাদক মো: নুরুল কবির। তিনি বলেন, প্রিন্টিং এর পাশাপাশি আমারা অনলাইন ও নতুন ব্যবস্থাপনায় একঝাঁক মেধাবী তরুণ কলম সৈনিক এর সমন্বয়ে পত্রিকাটির সংবাদ প্রকাশের মানে ভিন্নতা নিয়ে এগিয়ে যাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান বক্তা ছিলেন লেখক, গবেষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাসুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটর সাধারণ সম্পাদক ও দৈনিক বায়ান্ন পত্রিকার ব্যুরোচিফ কাজী হুমায়ুন কবির।

আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা পর্যায়ক্রমে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামীতেও চট্টবাণী দেশ ও মানুষের জন্য কাজ করবেন সেই প্রত্যাশা করে তাদের বক্তব্য পেশ করেন। পাশাপাশি চট্টবাণী পত্রিকার পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।