প্রবাস মেলা ডেস্ক: ২০ ও ২১ মে ২০২২ খ্রি গণস্বাস্থ্য কেন্দ্রের রোমাই পাড়া, কুতুবদিয়া কেন্দ্রে একটি বিশেষজ্ঞ হেলথ ক্যাম্প ২ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ক্যাম্পে গণস্বাস্থ্য সমাজ ভিক্তিক মেডিকেল কলেজ থেকে বিশেষজ্ঞ ডাক্তার গণ (মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু, চর্ম ও যৌন) রোগি দেখেন। এখানে রোগিদের আল্ট্রসনোগ্রাফীসহ ডায়াবেটিস, রক্তের হিমোগ্লোবিন, ইউরিন আর.এম.ই ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এছাড়াও রোগিদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ক্যাম্পের প্রথম দিনেই প্রায় ৮০০ এর অধিক রোগী উক্ত ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীণ আব্দুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধাণ নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ ও দাতা সংস্থা মাল্টিসার ইন্টান্যাশনাল এর প্রতিনিধি ইভান ডানটন ও মতিন সরদার ক্যাম্পে উপস্থিত থেকে এর কার্যক্রম পরিদশন করে। উক্ত ক্যাম্পে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন ডা. আব্দুর রাজ্জাক খান, মো: নূরে আলম হীরা, আবু জাফর মো: সাদেক, খন্দকার মোসাব্বির হোসেন প্রমূখ।
মাল্টিসার প্রতিনিধি ইভান ডানটন বলেন, আমি এখানে রোগিদের লম্বা লাইন দেখতে পারছি তার মানে মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা রয়েছে। আমরা সরকার, স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক কে আরো সহযোগিতা করতে চাই, যাতে এই দ্বীপের মানুষেরা উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।
গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম উন্নয়ন সহযোগী মাল্টিসার ইন্টারন্যাশনাল এর রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনগণকে সেবা প্রদানের উদ্দেশ্য দুইদিনের এই ক্যাম্প সম্পূর্ণ ফ্রি। ওষুধ, চিকিৎসা, পরীক্ষা সব।