আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে খুলনা বিভাগীয় কমিউনিটি অব কাতার এর ১৩ সদস্যর আহবায়ক কমিটি গঠন।
স্থানীয় সময় ৯ মে ২০২২, সোমবার রাতে কাতারের রাজধানী দোহা আল সাদ কাশ্মীর প্যালেস রেস্টুরেন্টে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক মো: শফিউর রহমান তপনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব রেজওয়ান বিশ্বাস নিলয়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটির অনন্য সদস্যরা হলেন, আহবায়ক মো: শফিউর রহমান তপন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, যুগ্ম আহবায়ক খালিদ হোসেন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব রেজওয়ান বিশ্বাস নিলয়, কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো: জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান লালটু, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান রুপক, ইঞ্জিনিয়ার কবিরুল আলম পাভেল, গোলাম কিবরিয়া, মাগফুর রহমান।
কাতারে বসবাসরত খুলনা বিভাগের ১০ হাজার প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সেতুবন্ধন তৈরি লক্ষ্য যাত্রা শুরু হল খুলনা বিভাগীয় কমিউনিটি অব কাতারের কার্যক্রম।।