নজমুল হেলাল:
(সীতাকুণ্ড সহ অগ্নিদগ্ধ নিহত আহত সবার জন্য উৎসর্গিত)
সীমাহীন মুনাফা’র মোহ এক প্রকারের আগুন
সুবুদ্ধি কখনও কখনও পুড়িয়ে মারে
অসতর্ক ক’রে তোলে
তখন
আনন্দ যাত্রা বেদনা’র লগ্ন হয়ে ওঠে
দুর্যোগের দুয়ারে নিয়ে যায় মানুষকে
যখন তখন,
পথে টর্চ লাইট হারিকেন কিংবা রণক্ষেত্রে অস্ত্র নিতে
জলপথে সার্চলাইট ব্যবহার
ভুল হবার মত আত্মঘাতী অপরাধ হয়ে যায়
মুনাফা’র মোহে নাকি অন্য কোন কারণ
অথচ মা-মুরগী চিল ওড়া দেখলেই
আজও তার ছানাগুলোকে সামলায় পরম মমতায়
ডানার নীচে,
ব্যবসা বাণিজ্যের পণ্য পদার্থ আসবাবপত্রগুলো
আজও কেন মুরগী’র মত প্রাণের প্রিয় ছানা হয়ে উঠলো না
চকবাজারের আগুন
সীতাকুণ্ডে ঢুকলো কোন্ সাহসে কিভাবে?
মাথায় আসে না আমার
আমি কী আগুনে আগুনে পুড়ে পুড়ে পাগল হয়ে
স্বপ্নহীন স্বজনহারা গৃহহীন হয়ে হয়ে
পথহারা পাখিদের মত শুধুই বিলাপ করবো বারবার?
ব্যাথা’র আগুন কথা’র আগুন একাকার হয়ে উঠলে
প্রতিবাদের আগুন হয়ে যায়
আগুনের অনেক জাত
খনিজ আগুন প্রাণিজ আগুন জলজ আগুন
আকাশি আগুন বাতাসি আগুন
আসক্তি আগুন বিরক্তি আগুন
প্রেম বিরহের আগুন বাদ দিলেও
আরও কত আগুন যে আছে কে জানে
এমনিতেই অগ্নিময় সময় এখন
কালক্ষেপণ কালনাগিনী’র ছোবল হয়ে উঠেছে
আমরা শিখবো কবে
কোন আগুন কিভাবে কি দিয়ে কখন নিভাতে হয়
অতি দ্রুত নাকি আগুনকে ব্যর্থ করার কলাকৌশল
অগ্নি নির্বাপক যন্ত্র গুলো ঘুমায় কেন দুঃসময়ে
নাকি গৃহ ছেড়ে বাউল হয়ে বাইরে ছিলো,
অথচ আগুন তো শত্রু নয় আমাদের
এও তো হয়ে উঠতে পারে ইব্রাহিমের ফুল বাগান
সভ্যতা’র উন্মেষে রয়েছে এই আগুনেরই অবদান।