অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ শীর্ষক শ্লোগান সামনে রেখে প্রবাসীদের জন্য একমাত্র পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’ ৫ম বছর পূর্ণ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। বিশ্বের অন্যান্য স্থানে বসবাসরত প্রবাসীরাও এই পত্রিকার বর্ষপূর্তি পালন করেন। এ উপলক্ষে ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার, ওমানের কুরুম পার্কে ওমান প্রবাসী প্রিয়জন পরিবার আনন্দঘন মুহূর্তে কেক কেটে প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানটি উদযাপন করে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাট এর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, মিনার অয়েল এর সিনিয়র অফিসার জনাব শাহাদাত হোসেন, আলবারাকা হাইপার মার্কেটের কর্ণধার জনাব আবু ইউচুপ ও নাজরিন, চট্টগ্রাম সমিতি ওমান এর যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দীন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলম, সাইফুল আলম, চট্টগ্রাম সমিতি ওমান- সহ সভাপতি সহধর্মীনী শামীম আকতার, মিসেস শাহাবুদ্দিন, জেবু, সুমি, মিসেস আলী এবং নারী নেত্রী ইয়াছমিন শাহাদাত সহ আরো অনেকে।