প্রবাস মেলা ডেস্ক: এফডিসি থেকে ঢাকাই সিনেমার দর্শকনন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
অরুণা বিশ্বাস লেখেন, ‘চুরি হয়ে গেল ব্যাগ। এফডিসির ভিতর থেকে। সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন কারা এ কাজগুলো করে প্লিজ সাহায্য করেন।’
এ অভিনেত্রী জানান, ‘অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার বক্তব্য নিতে চাওয়ায় তাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় ব্যাগটা পাশেই রেখেছিলাম; কথা শেষ করে দেখি ব্যাগ নেই। চুরি হওয়া ব্যাগের ভেতর আইফোন ১১, স্যামসাং এ৭৫ মডেলের দুটো মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ঘরের চাবিসহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিলো।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাগ চুরির ঘটনা জানালেও, চলচ্চিত্রের কোন নেতা তার সঙ্গে যোগাযোগ করেননি বলে ক্ষোভ ঝেড়েছেন অরুণা বিশ্বাস। তাদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা, আপনার কোথায়? আপনাদের সহকর্মীর এত বড় ক্ষতি হয়ে গেলো, আপনারা জানার পরও এখনও কেউ আমাকে কল করে জানতে চাননি, আমি কি অবস্থায় আছি? অথচ ভক্ত-অনুরাগী, বন্ধু-বান্ধব, সাংবাদিক, পরিবারের আত্মীয়স্বজন সবাই জিজ্ঞাসা করছে। মনের সংকীর্ণতার ওপরে উঠুন। শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না।’