প্রবাস মেলা ডেস্ক: ভারতীয় টেলিভিশনের ছোটপর্দা-বড়পর্দার পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায়। তার অসাধারণ অভিনয় শৈলীর প্রশংসা যেন করতেই হবে। নাটক হোক বা সিনেমা তিনি চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে দর্শক মন জয় করেছেন।
অপরদিকে ভারতীয় বাংলা সিনেমার রানি ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার খরাজ মুখোপাধ্যায়ের ঋতুপর্ণাকে করা একটি মন্তব্যে বাঁধসাধে। খরাজ ‘অমৃতি’র সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রীকে। খরাজের এ মন্তব্যে জোর শোরগোল পড়ে যায় চারদিকে। সংবাদমাধ্যম প্রশ্ন তোলে, তা হলে কি ঘুরিয়ে অভিনেত্রীকে ‘জিলিপির মতোই প্যাঁচালো’ বললেন খরাজ?
সেই মন্তব্যের পরে ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলেন অভিনেতা। পোস্ট দিলেন ফেসবুকে। সামান্য রসিকতা করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। তাতেই তিল থেকে তাল। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘বেলাশুরু’র প্রচারে ছবির প্রত্যেক অভিনেতাকে তিনি মিষ্টির নামে ডেকেছিলেন। সে রকমই বলতে বলা হয়েছিল অভিনেতাকে। সেই অনুযায়ী, খরাজ ঋতুপর্ণা সেনগুপ্তকে অমৃতির সঙ্গে তুলনা করেন।
দিন বাড়ার সাথে সাথে বিতর্কও বেড়েছে। ঋতুপর্ণার নামে কটাক্ষের জোয়ারে ভাসছে নেটমাধ্যম। অবশেষে আবারও মুখ খুললেন খরাজ। সোমবার, সপ্তাহের প্রথম দিন ভিডিওতে সরাসরি অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন তিনি। বললেন, ‘ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা। উত্তমকুমারের মৃত্যুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায়, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়রা মিলে বাংলা বিনোদন দুনিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই আজও অভিনেত্রী আমার চোখে ‘দেবী লক্ষ্মী’।’
খরাজ একই সঙ্গে দুঃখপ্রকাশ করেন, তার ছোট্ট মন্তব্যের কারণে অযথা কটাক্ষের শিকার হতে হয়েছে বড় পর্দার ‘পারমিতা’কে। অভিনেতার পাল্টা প্রশ্ন, অনেকেই বলেন ‘বুম্বাদা’ বা ঋতুপর্ণা নাকি বাড়তি প্রতিপত্তি খাটিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন। অনেককে উঠতে দেননি। ওদের পাশাপাশি আরও অনেক অভিনেতা, অভিনেত্রী কাজ করতে এসেছিলেন। তাদের সামনেও এই একই রাস্তা খোলা ছিল। তারা কেন প্রভাব বিস্তার করতে পারেন নি।
সূত্র: আনন্দবাজার