প্রবাস মেলা ডেস্কঃ চিত্রনায়িকা রোজিনা দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি-কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন । ১ মে ২০২২ রোববার বিকেলে তার নিজ জেলা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ায় নিজ বাড়ির উঠানে দুস্থদের হাতে তিনি এই উপহার তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক সময়ের জনপ্রিয় এ নায়িকা বলেন, ‘আমি সুযোগ পেলেই গ্রামের বাড়ি চলে আসি। গ্রামের সহজ সরল মানুষগুলো আমার খুব পছন্দের। তারাও আমাকে খুব ভালোবাসে। এখানে এলে আমি অনেক প্রশান্তি পাই।’
তিনি আরও বলেন, ‘আমার গ্রামের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর। গোয়ালন্দ হচ্ছে নানা বাড়ি। আমার জন্ম এখানেই। আর এখানেই বড় হয়েছি। বাড়ির বড় সন্তান হিসেবে এই জমি নানা মায়ের নামে দেন। মায়ের সূত্র ধরে জমির মালিক হই। পরে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু করি। পৌনে দুই কোটি টাকা ব্যয়ে মায়ের নামে “দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ” নির্মাণ করি।’