আবুল কালাম আজাদ খোকন
সিডনি, অস্ট্রেলিয়া
দেখিয়াছি তারে বহুবার বহুরূপে
তৃষ্ণা মেটাতে পরিনি।
সে ছিল আমার কৈশোরের খেলার সাথী
খেলার সাথী থেকে বন্ধুত্বে রুপ নেয়।
স্কুল কলেজ পাড়ি দিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম
কখন যে আমরা দু’জনে ভলোবাসায় সিক্ত হলাম
বুঝতেই পারলাম না।
ভালবাসা রুপ নিল বিয়েতে
সে রাঙিয়ে দিয়েছে আমায় পূর্ণতায়
বর্ণীল করেছে আমার ভুবন।
উপহার দিয়েছে সংসারে ফুটফুটে দুটি সন্তান
সন্তানরা বড় হতে লাগলো…
আর আমরা স্বামী-স্ত্রী বুড়ো হতে লাগলাম
কৈশোর থেকে বৃদ্ধ পর্যন্ত পথচলা আমাদের।
সকালের শিশির কণা থেকে
সন্ধ্যায় রক্তজবা বা রাতে জোনাক পোকা পর্যন্ত
সব রুপেই প্রিয়াকে দেখিয়াছি।
কিন্তু আজও তৃষ্ণা মেটাতে পরিনি
এখনও আমি বড় তৃষ্ণার্ত।।