প্রবাস মেলা ডেস্ক: এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু ব্যাবসা সফল ছবি উপহার দিয়েছেন । মধ্যে বিরতি নিলেও গত কয়েক বছর ধরে তিনি ফের সরব চলচ্চিত্রে। ইতোমধ্যে পাঁচটি ছবির কাজ শেষ করেছেন। তাই বেশ ফুরফুরে আছেন তিনি । সম্প্রতি মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ নায়িকা বলেন, সবমিলিয়ে আমি বেশ ভালো আছি। তবে আপাতত কোনো শুটিং করছি না। বলতে পারেন কিছুটা ছুটির মুডে আছি। মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। তবে ব্যস্ত থাকলে ভালো থাকি আমি। দ্রুতই হয়তো কাজ নিয়ে ব্যস্ত হবো। বেশ কিছু সিনেমা নিয়ে কথা চলছে। তবে এই সময়ে এসে একটু বুঝে শুনে পথ চলতে চাই। এখনও কোনো ছবি পাকাপাকি করিনি। দ্রুতই সেটা করবো।
শিল্পী সমিতির কাজ নিয়ে কেয়া বলেন, শিল্পীরা আমাকে কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এরই মধ্যে কয়েকবার আমরা মিটিং এ বসেছি । শিল্পীদের জন্য কাজ করার নানা পরিকল্পনা চলছে। আশা করছি ভালো ভালো কাজ হবে সামনে। তরুণ নায়কদের সঙ্গে কাজ করেছেন। এতে আপনার অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে কেয়া বলেন- আমার এ পাঁচটি ছবি হলো- ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’, ‘সীমানা’, ‘বনলতা’ এবং ‘মোনাফিক’। ছবিতে আমার নায়ক এ প্রজন্মের অভিনেতারা। আসলে ছবির গল্প ছবি। এসব ছবির নায়কদের সঙ্গে আমার রসায়নও চমৎকার।
কেয়া আরও বলেন, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাটা উপভোগ করি। এ ছবিগুলোও তেমন। আর এ কারণেই এগুলো নিয়ে আশাবাদী আমি। নাটক ও বিজ্ঞাপনে- নতুন কাজ সম্পর্কে কেয়া বলেন, কিছু নাটক ও বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে হয়তো করবো। ওয়েব মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প পেলে করবো।