প্রবাস মেলা ডেস্কঃ গত কোরবানির ঈদে মুক্তি পায় প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। মুক্তি পাওয়ার পরপরই সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিনেমার কারণে যতটা না আলোচনায় ছিল এটি, তার চেয়ে বেশি ছিল অনন্ত জলিল ও তার স্ত্রী- নায়িকা বর্ষার নানান মন্তব্যের কারণে। এ ছাড়া শুরু থেকেই অনন্ত বলে আসছিলেন এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। সমালোচকরা বলছেন ৪ কোটি টাকা মাত্র। সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন অনন্ত। যদিও বরাবরই সমালোচনাকে পাত্তা দেননি অনন্ত। তিনি বললেন ‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে’ তবে চুক্তিপত্রে সিনেমাটির বাজেট হিসেবে উল্লেখ আছে ৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। যা ২০১৮ সালে হওয়া চুক্তিতে উল্লেখ রয়েছে। সিনেমাটির বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ২২শে আগস্ট রাতে ইনস্টাগ্রামে বাংলায় তার দ্বিতীয় বিবৃতি এবং চুক্তিপত্র প্রকাশ করেন ‘দিন: দ্য ডে’র ইরানি পরিচালক।