প্রবাস মেলা ডেস্ক: চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, পারিশ্রমিক না দেয়াসহ বিভিন্ন কারণে ইরানি নির্মাতার মুর্তজা অতাশ জমজম বাংলাদেশি অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার কথা জানান ইনস্টাগ্রামে। এরপর গেল ২২ আগস্ট ‘দিন- দ্য ডে সিনেমার পরিচালক ও প্রযোজক মুর্তজা অতাশ জমজম সিনেমাটির বাজেটের চুক্তিপত্র দাবি করা কিছু কাগজ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন। সেখানে বলা হয়, সিনেমাটির বাজেটের পরিমাণ ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা।
দিন-দ্য ডে সিনেমার পরিচালক মুর্তজা অতাশ জমজমের ইনস্টায় পোস্ট করা কিছু তথ্য নিয়ে সিনেমাটির বাজেট ৪ কোটি টাকা বলে সমালোচনা করার প্রতিক্রিয়া ব্যক্ত করে শনিবার (২৭ আগস্ট ২০২২) সন্ধ্যায় অনন্ত জলিল ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে তিনি দাবি করেন, ‘এই সিনেমার শুটিংয়ের সময় আমি কোনোভাবে পরিচালকের কাজে হস্তক্ষেপ করিনি। এটা উনি (মুর্তজা অতাশ জমজম) নিজের মতো করে বলেছেন। সিনেমাটির শুটিং তিনটি দেশে হয়েছে, সেই দেশের শুটিং আর্টিস্ট সবকিছুই মুতর্জা বহন করেছেন। মুর্তজা একটি স্ট্যাটাস দিলেন সেটা দেখে অনেকেই আমার নামে সমালোচনা শুরু করলেন।’
অনন্ত বলেন, সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে শেষ হয় ২০২০ সালে। সিনেমাটির শুটিং সামান্য অংশ বাংলাদেশে শুটিং হয়। সেই শুটিংয়ের খরচ আমি বহন করি। একটি অনুষ্ঠানে মুর্তজা বলেন, বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। আমি একবারও বলিনি এই সিনেমার মূল প্রযোজক আমি। ইরানে অনেকদিন শুটিং হয়।
অনন্ত ভিডিও বার্তায় বলেন, চুক্তিপত্র অনুযায়ী বাংলাদেশের সিনেমাটির শুটিংয়ের সব খরচ আমার দেয়ার কথা। আমি সেটা করেছি। যদি বাংলাদেশে ১ কোটি টাকা কিংবা ৪ কোটি টাকা লাগে সেটিও আমার দেয়ার কথা ছিল। সেখানে সেটা অতাশের দেখার কথা না। বিদেশের কোনো শুটিং খরচই আমার দেবার কথা না। মর্তুজারা যে এখানে এসেছেন তারা এয়ার টিকিটি কিনে এখানে এসেছেন, সেটাও আমার দেবার কথা না। সেক্ষত্রে আমি তাকে ডলার কেন দেব সেটা আমার বোধগম্য না।
ভিডিওতে অনন্ত বলেন, আমরা আন্তর্জাতিক আইন মেনেই চুক্তিপত্র করি। যেটা সম্পন্ন ইংরেজিতে আমরা করি। যেটা উনি পোস্ট করেছেন সেটা বাংলায়। আসলে এ থেকে বুঝতেই পারছেন এ চুক্তিপত্র সঠিক নয়।
১৪ মিনিটের ভিডিওর এক পর্যায়ে তিনি বলেন, কয়েকদিন ধরে গেটের সামনে আমি দাঁড়াই না। আমি একবারে বাসায় ঢুকে পড়ি। আমার কাছে সবসময় মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটা মনে হয় আমার ভুল হচ্ছে। এতদিন আমি যা করেছি ভুল করেছি। সম্পূর্ণভাবে আমি ভুল করেছি এই দেশে। আপনারা আমাকে বদলে দিয়েছেন। এখন আমার মনে হয়, অন্যান্য তারকার মতো আমিও থাকার চেষ্টা করব। এবার বলব, আপনারা অনন্ত জলিলকে মেরে ফেলেছেন। তবে এ ব্যাপারেও আপনাদের ধন্যবাদ, কারণ আমার চোখ আপনারা খুলে দিয়েছেন।