হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট প্রাবন্ধিক ও কলামিস্টা অধ্রাপক ড. মীজানুর রহমান ১৩ জুন নিউইয়র্কে আসবন। ড. মীজানুর রহমান ২ জুন ইউকে এসে পৌছলে তাকে প্রবাসীরা ফুলেল অভ্যার্থনা জানান ।৬ জুন কানাডার টরোনটো এসে পৌছলে সেখানও তাকে প্রবাসীরা ফুলেল অভ্যার্থনা জানান । ১৬ জুন অধ্যাপক ড. মীজানুর রহমান যুক্তরাষ্ট্রের টেনেসি ইউনির্ভাসিটির আমনএনে সেখান যোগদেবেন এবং ১৮ জুন আবার নিউইয়র্কে আসবেন।
অধ্যাপক ড. মীজানুর রহমান জেএফকে আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌছলে তাকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফুলেল অভ্যার্থনা জানাবেন । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মীজানুর রহমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ এবং সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে। অধ্যাপক ড. মীজানুর রহমান বিভিন্ন দেশে আন্তজার্তিক সম্মেলনে অংশনেন। তিনি নিউইয়র্ক ও নিউজার্সিতে বিভিন্ন সেমিনার এবং সভায় অংশ নিবেন। তিনি ১৮ জুন থেকে ২৩ জুন নিউইয়র্কে অবস্থান করবেন। ২৩ জনু তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।