প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসরত ডাকযোগে ভোটদানে যোগ্য বিভিন্ন গোষ্ঠীর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চলছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে অঞ্চলভিত্তিক এই নিবন্ধন করার সুযোগ থাকবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য তুলে ধরেন।
কোন দেশ/অঞ্চলের জন্য কখন নিবন্ধন?
ইসির পরিকল্পনা অনুযায়ী অঞ্চলভিত্তিক ৫ দিন করে সময় বরাদ্দ রাখা হয়েছে—
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা:
১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড:
২৪ থেকে ২৮ নভেম্বর
ইউরোপ:
২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর
সৌদি আরব:
৪ থেকে ৮ ডিসেম্বর
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া:
৯ থেকে ১৩ ডিসেম্বর
মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ:
১৪ থেকে ২৩ ডিসেম্বর
বাংলাদেশে বসবাসরত যোগ্য ব্যক্তিরা (নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও বিদেশে থাকা অন্যান্য ভোটার):
১৯ থেকে ২৩ ডিসেম্বর
কীভাবে হবে ভোটদান
- অ্যাপে নিবন্ধনের পর রিটার্নিং কর্মকর্তা আলাদা ভোটার তালিকা প্রস্তুত করবেন।
- নিবন্ধনের সময় যে ঠিকানা দেওয়া হবে সেখানে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠিয়ে দেওয়া হবে।
- প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ভোটার অ্যাপে ঢুকে প্রার্থীর প্রতীক দেখে ভোট দেবেন—ব্যালটে শুধু প্রতীক থাকবে, নাম থাকবে না।
- ভোট দেওয়া ব্যালট ফিরতি খামে পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দিলেই তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।
- সব পোস্টাল ভোট সরকারি কোষাগারে জমা থাকবে এবং ভোটের দিন গণনা করা হবে।
ব্যালট পেপার ছাপানো
১৪৩টি দেশে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে লক্ষ্য করে প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপানো হবে। প্রয়োজন হলে আরও ছাপানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।