প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল যৌথভাবে ঢাকার বনানীতে নেদারল্যান্ডসের ভিসা আবেদনের জন্য অত্যাধুনিক কেন্দ্র উদ্বোধন করেছে। এই কেন্দ্রটি বাংলাদেশের আবেদনকারীদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে উন্নত, সহজ এবং কার্যকর অভিজ্ঞতা দেবে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বাংলাদেশের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি ও ক্যারিবিয়ান) ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঢাকার এই অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে সহজেই তাদের আবেদন জমা দিতে পারবেন।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে, এবং আবেদনকারীদের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে স্লট নির্ধারণ করতে পারবেন।
নেদারল্যান্ডসের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ নেদারল্যান্ডসের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে মানুষের সাথে মানুষের যোগাযোগ, ব্যবসা এবং শিক্ষা বিনিময় ক্রমশ বাড়ছে। ঢাকাস্থ নতুন এই নেদারল্যান্ডস ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন এই সম্পর্কগুলোকে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর এবং সুবিধাজনক ভিসা আবেদন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই উদ্যোগ আমাদের দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
ভিএফএস গ্লোবালের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে নেদারল্যান্ডস ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন ভ্রমণ সুবিধা বাড়ানো এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা গর্বিত যে, ঢাকায় এই আধুনিক ও সুসজ্জিত কেন্দ্রের মাধ্যমে নেদারল্যান্ডস সরকারের সাথে আমাদের অংশীদারত্ব সম্প্রসারিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই কেন্দ্র আবেদনকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন ও উন্নত অভিজ্ঞতা দেবে, যা আমাদের সেবা উৎকর্ষতা ও সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
আবেদনকারীরা আরও বিভিন্ন ঐচ্ছিক অতিরিক্ত পরিষেবা যেমন- এসএমএস বার্তা, কুরিয়ার, ফরম পূরণ ইত্যাদি সুবিধাদি নিতে পারবেন। তবে মনে রাখা জরুরি যে, এই অতিরিক্ত পরিষেবা গ্রহণ ভিসা আবেদনের সময়সীমা বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।
ভিএফএস গ্লোবালের ভূমিকা কেবলমাত্র সম্মুখভাগের প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ। যেমন- আবেদন ফরম সংগ্রহ, চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা। ভিএফএস গ্লোবালের ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শেনজেন সমন্বিত ব্যবস্থার আওতায় হেগে অবস্থিত নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত।
ভিএফএস গ্লোবাল ২০০৬ সাল থেকে নেদারল্যান্ডস সরকারের একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫২টি দেশে ১০৭টি ডেডিকেটেড ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে নেদারল্যান্ডসের ভিসা সেবা প্রদান করছে।
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা আবেদন কেন্দ্র: ঠিকানা: বোরাক মেহনুর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা–১২১৩, বাংলাদেশ।
অফিস সময়: রবি–বৃহস্পতি, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।