প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা সি.আর. আববারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
বোর্ডের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠির প্রেক্ষিতে ২০ এপ্রিল ২০২৫ নির্ধারিত এসএসসি গণিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করা হয়। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে পরীক্ষাটি এক দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বোর্ড।
চিঠিতে বলা হয়, পরীক্ষার সময় পরিবর্তনের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষার মানোন্নয়নে এ ধরনের সহযোগিতাপূর্ণ পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে সরকারের কার্যক্রমের প্রশংসা করে জানায়, এই সহযোগিতার ফলে শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। চিঠিতে শিক্ষা উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং তার নেতৃত্বে শিক্ষাব্যবস্থার আরও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হয়।