প্রবাস মেলা ডেস্ক: আজ ১৫ অক্টোবর ২০২৪, সত্তর দশকের বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭০তম জন্মদিন। তিনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। ১৯৫৫ সালের এই দিনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলাহীনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
কবি হাসান হাফিজ দীর্ঘ ৪৯ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। সত্তর দশকে দৈনিক বাংলায় (আদি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিক জীবনের সূচনা। পেশাগত সূত্রে আরও যুক্ত ছিলেন কলকাতার সাপ্তাহিক দেশ (এখন পাক্ষিক), দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, এইচ টিভি, আমাদের নতুন সময় এবং দৈনিক খবরের কাগজের সঙ্গে।
কবি হাসান হাফিজের মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। এর মধ্যে মৌলিক কাব্যগ্রন্থ ৫৭টি। কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জাপানি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি ও চাকমা ভাষায়।
সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে হাসান হাফিজ পেয়েছেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, টোনাটুনি পদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাহিত্য পুরস্কার ও কবি জীবনানন্দ দাশ সম্মাননা ইত্যাদি।
হাসান হাফিজ জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি চার মেয়াদে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য ছিলেন।