প্রবাস মেলা ডেস্ক: ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী। প্রতিনিয়ত দারুণ সব অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে চলেছেন। এবার পালা তার ছোট বোন মালাইকা চৌধুরীর। স্বাভাবিকভাবে মালাইকার চেহারা বেশ খানিকটা মিল রয়েছে বড় বোনের সঙ্গে। এবার এই তরুণী নাম লেখালেন শোবিজে।
মেহজাবীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতা দিয়ে শুরু করলেও ছোটবোন মালাইকা শোবিজের পথচলা শুরু করলেন বিজ্ঞাপন দিয়ে। তার শুরুটা বেশ ভালোই হয়েছে বলতে হবে। কারণ তিনি প্রথম কাজটির সুযোগ পেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের বড় বাজেটের বিজ্ঞাপনে। শুধু তাই নয়, প্রথম বিজ্ঞাপনেই দারুণ সাবলিল অভিনয় করেছেন মালাইকা। প্রতিটি দৃশ্যে তাকে কনফিডেন্ট মনে হয়েছে।
একটি নামকরা ব্র্যান্ডের ফেসওয়াশের এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে আদনানের রানআউট ফিল্মস থেকে। যেহেতু এটি একটি বিউটি কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপন, ফলে মডেলের যথেষ্ট গ্ল্যামার প্রয়োজন রয়েছে। মালাইকার গ্ল্যামারাস উপস্থিতি বিজ্ঞাপনটির সেই চাহিদাও পূরণ করতে সক্ষম হয়েছে।
বিজ্ঞাপনটি আজই প্রচার শুরু হয়েছে। এতে অল্প উপস্থিতি রয়েছে কোক স্টুডিও বাংলার নাসেক নাসেক গান গেয়ে খ্যাতি পাওয়া অনিমেষ রায়ের। বিজ্ঞাপনটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘নিজের প্রথম টিভিসি’র জন্য আমি উত্তেজিত।’ এরপর নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে মালাইকাকে একজন গায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
মালাইকার প্রথম কাজ দেখেই অনুমান করা যায়, বড় বোন মেহজাবীনের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে মালাইকাও একদিন শোবিজে নিজের আলাদা অবস্থান তৈরী করতে পারবেন।