প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় শোমসপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি শরীফ মোহাম্মদ রাশেদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শিক্ষকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। বুধবার দুপুরে তিনি বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভিনআর বেগম। সভায় নবনির্বাচিত সভাপতি শিক্ষকদের কাছ থেকে তাঁদের মতামত ও পরামর্শ শোনেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় শরীফ মোহাম্মদ রাশেদ বলেন, ‘আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে চাই। আমার পিতা মরহুম আতাহার হুসাইন এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং আমাদের এলাকার গর্ব। আমি চাই, আমরা সবাই মিলে কাজ করে বিদ্যালয়কে আবার তার পুরনো গৌরব ফিরিয়ে দেব। বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘একজনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অত্র বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কাজ করি, তাহলে খুব দ্রুতই বিদ্যালয়টি একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মিজানুর রহমান ডাবলু, সহকারী প্রধান শিক্ষক মামুন আর রশিদ, সিনিয়র শিক্ষক সুব্রত বিশ্বাস, আবুল বাশার, রোকনুজ্জামান বাদশা, আব্দুল কুদ্দুস, দেব কুমার বিশ্বাস, আফিল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকগণ।
উল্লেখ্য, শোমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আতাহার হুসাইনের কনিষ্ঠ পুত্র এবং ঢাকা থেকে প্রকাশিত প্রবাসী বাংলাদেশিদের প্রথম এবং একমাত্র ম্যাগজিন পত্রিকা ‘প্রবাস মেলা’র সম্পাদক এবং শিক্ষানুরাগী শরীফ মোহাম্মদ রাশেদ শোমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।