আশরাফ মাসুদ: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজকর্মী শারমীন এস মুরশিদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘প্রবাস মেলা’ পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ। সঙ্গে ছিলেন পত্রিকার রিপোর্টার আশরাফ মাসুদ। সাক্ষাতের একপর্যায়ে শারমীন এস মুরশিদের হাতে ‘সম্মাননা স্মারক’ ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
শারমীন এস মুরশিদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাগরিক আন্দোলনকর্মী, নির্বাচন বিশেষজ্ঞ এবং সামাজিক উন্নয়নকর্মী। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’-র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরসূরী’-এর মহাসচিব হিসেবেও যুক্ত রয়েছেন।
তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৯ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২৭ আগস্ট তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। সরকারে তার এই দায়িত্ব গ্রহণকে নাগরিক সমাজ ও গণতান্ত্রিক চর্চার পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শারমীন এস মুরশিদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডও অত্যন্ত সমৃদ্ধ। তার পিতা অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক, কূটনীতিক এবং একাত্তরের বুদ্ধিজীবী। তার মা নূরজাহান মুরশিদ ছিলেন একজন সাংবাদিক, শিক্ষক ও খ্যাতনামা সমাজকর্মী।
শারমীন মুরশিদের সমাজ সচেতনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালেই। সে সময় তিনি ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সক্রিয় সদস্য ছিলেন। সংগঠনটি শরণার্থী শিবির এবং মুক্তাঞ্চলে দেশাত্মবোধক গান, পাপেট শো এবং নাটকের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করত। এই সংগঠনের কাজ নিয়ে পরে বিখ্যাত তথ্যচিত্র ‘মুক্তির গান’ নির্মিত হয়, যা বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃত।
দীর্ঘ কর্মজীবনে শারমীন মুরশিদ নির্বাচন, সামাজিক ন্যায়বিচার, নারী ও শিশুর অধিকার এবং সংস্কৃতি চর্চাকে কেন্দ্র করে কাজ করে গেছেন। অন্তর্বর্তী সরকারে তার অন্তর্ভুক্তি কেবল রাজনৈতিকভাবে নয়, বরং নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।
প্রবাস মেলা-র পক্ষ থেকে তার অব্যাহত সংগ্রাম, সাংস্কৃতিক অবদান ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।