মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে সুন্দরবন কলেজের সাবেজ ভিপি মোহাম্মাদ তরিকুল ইসলাম জহিরকে পিরোজপুর মঠবাড়িয়া প্রবাসীদের পক্ষ থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রিয়াদ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা ব্যবসায়ী মনির ফকিরের সভাপতিত্বে – রেজাউল করিম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব জিয়াউল হক জিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সগির, আবদুল্লাহ আল মামুন, আহমেদ কলিম, শামীম হাসান রনি মুন্সী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মঠবাড়িয়া প্রবাসীদের পাশে থেকে সাধারণ মানুষের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সৌদি সরকারের আইন কানুন মেনে চলবেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি। সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।