ক ম জামাল উদ্দীন: চট্টগ্রামের রাউজান থানাধীন জারুলতলা, মুন্দার পুকুরপাড়স্থ হযরত গাউছুল আজম মুনিরী (রা.) সুন্নিয়া মাদরাসায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও বই বিতরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাস্টার মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস মুফতি কাজী মাওলানা মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দীকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, মাস্টার মুহাম্মদ আবু তালেব, কবির আহমদ, ডা. শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই মাদরাসাটি এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের নাম মোবারকে প্রতিষ্ঠিত, যিনি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু। একবিংশ শতাব্দীর ক্রান্তিলগ্নে তিনি যে রূহানি বিপ্লব ঘটিয়েছেন, এই মাদরাসা তারই একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর আধ্যাত্মিক আদর্শই হবে এই মাদরাসার শিক্ষার্থীদের মূল চালিকাশক্তি। অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।