প্রবাস মেলা ডেস্ক: যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের ৫২ জন কর্মকর্তা ও কর্মচারী তাঁদের কর্মসংস্থান রক্ষায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত দুই বছর দুই মাস ধরে খান প্রপার্টিজ গ্রুপের তত্ত্বাবধানে যশোর আইটি পার্কের ডরমেটরি ভবনটিকে একটি পূর্ণাঙ্গ হোটেল ও রিসোর্টে রূপান্তর করা হয়। এর ফলে ৫২ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যারা পরিবার-পরিজন নিয়ে এই কর্মক্ষেত্রের ওপর নির্ভরশীল।
কর্মচারীরা দাবি করেন, খান প্রপার্টিজ একটি আমেরিকান কোম্পানি, যারা নিয়মিতভাবে কর্মীদের বেতন ও উৎসব ভাতা প্রদান করে আসছে। তবে বর্তমানে পূর্বের চুক্তি বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রকল্পটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই ৫২ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। এতে তাঁদের পরিবারের জীবিকাও চরম অনিশ্চয়তায় পড়বে।
স্মারকলিপিতে কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে তাঁদের কর্মসংস্থান রক্ষা পায় এবং তাঁরা দেশের এই গুরুত্বপূর্ণ আইটি প্রকল্পে অবদান রাখতে পারেন।
স্মারকলিপিতে ৫২ জন কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষর রয়েছে। এটি যশোরের নাজির শংকরপুর রোডে অবস্থিত আইটি পার্ক থেকে প্রেরণ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হোটেল অ্যান্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলাম, অপারেশন ম্যানেজার আতিকুর ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার আসলামুল আলম ও পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শামসুজ্জামান স্বজন।