বনি সিং, কোলকাতা, ভারত থেকে: ‘১২তম বিশ্ব বেতার দিবস ২০২৩: বেতার ও শান্তি’ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে ১ম বাংলাদেশ-ভারত ডিএক্স কনফারেন্স ও প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার সকালে কোলকাতা প্রেসক্লাবে ‘রেডিও: সীমান্তহীন বন্ধুত্ব’ শিরোনামে ১ম বাংলাদেশ-ভারত ডিএক্স কনফারেন্স ও প্রদর্শনীর আয়োজন করে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কোলকাতার ফার্স্ট সেক্রেটারী (প্রেস) রঞ্জন সেন, চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে যোসেফ, অল ইন্ডিয়া রেডিও কোলকাতার সহকারী ইঞ্জিনিয়ার (অবসর) সুরূপ ব্যানার্জী। অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর প্রতিপাদ্য ‘বেতার ও শান্তি’ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পরিচিতিসহ লক্ষ্য ও উদ্দেশ্য, বেতারের সেকাল-একাল, জনসমাজে বেতারের প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ভারতের আগরতলা ত্রীপুরার ডিএক্সার প্রদীপ চন্দ্র কুন্ডুকে ১৯৮০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের ১২০টিরও বেশি দেশ থেকে ৫০৮টি রেডিও স্টেশন হতে ১২০০ এরও বেশি কিউএসএল কার্ড সংগ্রহ করায় ‘সার্ক ডিএক্স পদক ২০২২’ প্রদান করা হয়। এছাড়া ১৯৬৯ ও ৭০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডিএক্সীং কার্যক্রমে অসামান্য অবদান রাখায় বাবুল গুপ্ত, সুদীপ্ত ঘোষ এবং তৃপ্তী রঞ্জন বসুকে সিনিয়র ডিএক্স পদক প্রদান করা হয়। পদক প্রদান শেষে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্বোধন করা হয় এবং শাখার নবনির্বাচিত সভাপতি মো. আরিফ-কে বরণ করে নেয়া হয়। ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী শ্রোতা ডিএক্সারদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শ্রোতা সম্মেলনে আগত দর্শকদের বাংলাদেশ বেতার, অল ইন্ডিয়া রেডিওসহ অন্যান্য বেতারের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সদস্য পনির আলম হাওলাদার, কাজী ওমর ফারুক, সোহরাব আলী ও তুহিন আহমেদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মোহাম্মদ ইউছুফ ও মো. আজিম উল্লাহ ভূঁইয়া এবং বন্ধু ক্লাব ‘ফরিদপুর, মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের’ সভাপতি এম এম গোলাম সারোয়ার। ভারতের শ্রোতা প্রতিনিধিদের মধ্যে সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রদীপ চন্দ্র কুন্ডু, রতন কুমার গিরী, সন্দ্বীপন বাসু মল্লিক, বিধান চন্দ্র সান্যাল, ওম প্রকাশ বর্মা, গৌতম মন্ডল, তরুণ কুমার মৈত্র, সিবেন্দু পাল, রজনিস কুমার, খোশ মোহাম্মদ, উদয় বান ঠাকুর, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পিয়ালী ভট্টাচার্য। শ্রোতা সম্মেলনটি সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, সদস্য লাবীব ইকবাল প্রমুখ।