প্রবাস মেলা ডেস্ক: ভাষা আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলনের প্রথম পদক্ষেপ। মাতৃভাষার অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগের পথ ধরেই আজকের স্বাধীন বাংলাদেশ। ভাষার মাস ফেব্রুয়ারিতে এ চেতনাকে সম্মান জানিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। অনুষ্ঠানটিতে থাকছে একটি গান, বিশেষ সাক্ষাৎকার, বক্তব্য এবং বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে একটি করে ডকুমেন্টারী।
প্রতিদিন সকাল ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এবং প্রতিদিন সন্ধ্যা ৬টায় পুনরায় প্রচার করা হয়।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা ও সন্ধ্যা ৬টায় ‘একুশ মানে মাথা নত না করা’ অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের ‘শহীদ মিনারে কবিতা পাঠ’ কবিতাটি আবৃত্তি করবেন টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ।
উল্লেখ্য, ‘একুশ মানে মাথা নত না করা’-গৌরবের একুশের চেতনা জাগিয়ে তুলতে বিটিভির এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।