ডেস্ক রিপোর্ট: বাংলা টিভির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিশেষ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনে বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি মো. রাসেল আহমেদকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রবাসে থেকেও মো. রাসেল আহমেদ যেভাবে সাংবাদিকতায় নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা, সংস্কৃতি ও অভিজ্ঞতা দেশীয় গণমাধ্যমে তুলে ধরে প্রবাস ও দেশের মধ্যে একটি মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা টিভির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন- গণমাধ্যম হিসেবে বাংলা টিভি দেশ ও প্রবাসে বাঙালি সংস্কৃতি, উন্নয়ন ও জাতীয় চেতনার বার্তা ছড়িয়ে দিতে যে ভূমিকা রেখে চলেছে তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এম এ আউয়াল, বিজয় টিভির প্রতিনিধি আশেক এমরান, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আমান উল্লাহ ও শেখ ফরিদ, কবি ও লেখক কবির হুমায়ুন, এশিয়ান টিভির প্রতিনিধি রিফাত আবির, দৈনিক কালবেলার প্রতিনিধি রফিকুল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি বাহারুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি গাজী আব্দুল হাই, দৈনিক সমাচারের প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক আলোর সময়ের প্রতিনিধি মো. নাসির উদ্দিন এবং দৈনিক ঢাকার প্রতিনিধি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মো. রাসেল আহমেদকে বাংলা টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।