প্রবাস মেলা ডেস্ক: স্পেনে বসবাসরত পাঁচ লাখ অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জানা গেছে, আগামী এপ্রিলে আবেদন গ্রহণ শুরু হয়ে চলতে পারে ৩০ জুন পর্যন্ত। স্পেন সরকারের ঐতিহাসিক এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বামপন্থি দলের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত পাঁচ মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন বলে জানা গেছে।
আগামী এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়মের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। বৈধ শ্রম চুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা। পাবেন সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াতের সুবিধা।
স্পেন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন। ৫ লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় ২০০ কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।