প্রবাস মেলা ডেস্ক: চলতি নভেম্বরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই নিবন্ধন প্রক্রিয়া। একইসঙ্গে চালু হতে যাচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ—“Postal Vote BD”, এর মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দূতাবাস এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। একই সময় ফ্রান্স ছাড়াও আরও কয়েকটি দেশে এই প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদেশে বসবাসরত যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। প্রয়োজনে পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ ও বিদেশের ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।
আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরাসরি আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তী যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এটি একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বহু বছর ধরে বিদেশে থাকা বাংলাদেশিরা নিজেদের ভোটার হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি পূরণের পথে বাস্তব পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
ফ্রান্সে বসবাসরত অনেক প্রবাসী ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগ কেবল ভোটাধিকার নয়, বরং দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবে।