প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা অফিস পরিদর্শন করেছেন বিশিষ্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান।
১১ নভেম্বর ২০২০, বুধবার সন্ধ্যায় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপদেষ্টা ও কলাকুশলীদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার সৈয়দ জাফর সাদেক।
ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান একজন দক্ষ ও সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশের নামকরা বড় বড় গার্মেন্টস গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে দেশের অন্যতম প্রধান গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল ফখরুজ্জামান ব্যক্তিগত জীবনে একজন ক্ল্যাসিক্যাল সঙ্গীত শিল্পী।
দীর্ঘদিন পর মামুন ইমতিয়াজ, সৈয়দ জাফর সাদেক এবং ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান একসাথে মিলিত হবার সুযোগে পুরনো দিনের স্মৃতিচারণ করে আড্ডায় মেতে উঠেন।