জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান “ঢালিউড নাইট”। সংগীত, নৃত্য ও পুরস্কার বিতরণের মাধ্যমে উদযাপন করা হয় টমি মিয়ার অ্যাওয়ার্ড উইনারদের সম্মাননা।
প্রাণবন্ত উপস্থাপনা করেন মেগনা উদ্দিন ও সাংবাদিক মুনীরা পারভিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইফফাত আরা।
মঙ্গলবার সন্ধ্যার আয়োজনে লাইভ সংগীত ও নৃত্য পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পী আলাউর রহমান, আনামিকা মিঠু, তাশিন বাপ্পি, বাউল আজাদ ও ইফফাতারা খানম। নাচে অংশ নেন সেনজুতি দাস ও ইউসুফ রতুল। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে ওঠেন, গান ও নাচে মেতে উঠেন অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য ও জাতীয় নেতা জেরেমি করবিন। তিনি “ঢালিউড নাইট”-এর উদ্বোধন করেন এবং আয়োজকদের অভিনন্দন জানান। বক্তৃতা দেন টমি মিয়া এমবিই এবং চ্যাম্পিয়ন শেফ অ্যাওয়ার্ডপ্রাপ্ত কামাল হোসেন জুনেদ।
পানিপুরি, ওয়েলকাম ড্রিংক, স্ট্রিট ফুড, ডেজার্ট ও গুড়ের চা—সব মিলিয়ে ছিল এক আনন্দঘন সন্ধ্যা। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনে ঢালিউডের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।
রঙ, সুর ও স্বাদের মেলবন্ধনে সাজানো “ঢালিউড নাইট” প্রবাসী সমাজে নতুন মাত্রা যোগ করেছে।