হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে প্রতিনিয়ত ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। প্রবাসী বাংলাদেশিরা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি আমেরিকার মূলধারার অর্থনীতিতেও যুক্ত হচ্ছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণ উদ্যোক্তারা মেধা, দক্ষতা ও দেশপ্রেম নিয়ে ব্যবসা-বাণিজ্যে সাফল্যের স্বাক্ষর রাখছেন।
এ ধারাবাহিকতায় সম্প্রতি কুইন্সের কিউগার্ডেন এলাকায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘এ্যাসেন্ড ওয়েলনেস অ্যান্ড মেডিকেল স্পা’। মেডিকেল থেরাপি, স্পা ও স্কিন কেয়ারের আধুনিক সেবা নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।
৩০ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এ্যাসেন্ড-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও সূর্য তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটির স্মল বিজনেস সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অতিথিরা তাদের বক্তব্যে নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তাদের উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করেন এবং এ্যাসেন্ড-এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে ডেভিড ওয়েপ্রিন ও জেনিফার রাজকুমার সূর্য তালুকদারের হাতে সম্মাননা সনদ (Citation) তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, যিনি সূর্য তালুকদারের পিতা।