প্রেস বিজ্ঞপ্তি: সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান আমাদের আপন সংগঠন ‘কণ্ঠশীলন’-এর প্রতিষ্ঠাতা নরেন বিশ্বাসের জন্মবার্ষিকী–২০২৪ উদযাপনের আয়োজন হিসেবে ১৬ নভেম্বর ২০২৪, শনিবার সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর মিলনায়তনে একটি আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে কণ্ঠশীলন সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন এবং আবৃত্তি পরিবেশন করবেন অন্যান্য আবৃত্তি সংগঠনের শিল্পী ও কর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।
উল্লেখ্য, নরেন বিশ্বাস ১৯৪৫ সালের ১৬ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও বাংলা উচ্চারণ নিয়ে রয়েছে তাঁর অনেক কাজ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি ভাষাচর্চাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কণ্ঠশীলনের আবর্তনের তিনি ছিলেন একজন শিক্ষক। ১৯৯৮ সালের ২৭ নভেম্বর তিনি মারা যান।