প্রবাস মেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানীতে বহুতল ভবনে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৭৭ জনে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখনও ৩১ দগ্ধ চিকিৎসাধীন। খবর রয়টার্সের।
৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার প্রিটোরিয়া শহরে জানাজা ও দাফন সম্পন্ন হয় দুর্ঘটনায় নিহত ৭ হতভাগ্যের। যারমাঝে রয়েছে দুই বছরের এক শিশুও। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। কারণ, তাদের শরীরের ৮০ ভাগ দগ্ধ। পুড়ে গেছে শ্বাসনালীও। প্রাণহানির সংখ্যা আরও বাড়বে, এমনটাই শঙ্কা চিকিৎসকদের।
গত ৩১ আগস্ট রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচতলার একটি ভবনে হয় হঠাৎ অগ্নিকাণ্ড। কিছু বোঝার আগেই পুরো বাড়িটিতে ছড়ায় আগুন। বেশিরভাগ মানুষ সেসময় ঘুমন্ত ছিলো। প্রশাসনের দাবি, ভবনটিতে বসবাস করতেন গৃহহীন মানুষরা। তাদের বেশিরভাগের কাছেই ছিলো না বৈধ কাগজপত্র।