সোনালী গাঙ্গুলী
কোলকাতা, ভারত:
ঘুমাতে পারি না আমি
রাতের পর রাত থাকি জেগে,
কত যে স্বপ্ন দেখি, শ্রান্ত দুটি চোখ
মগজে অস্থিরতা
ক্ষতবিক্ষত করে তোলে
আগামী ভবিষ্যৎ।
আত্কে উঠি আমি
তবু বাঁচি রোজ বাঁচি,
মানেহীন বাঁচার তাগিদে।
এভাবেই ভেঙে যায় ঘুম
আবার শুরু করি স্বপ্ন দেখা,
এ যেন অসমাপ্ত এক পথ
জীবনের আঁকাবাঁকা রেখা।।