ডেস্ক রিপোর্ট: ১০ আগস্ট রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের আওতাধীন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ বিএসসি, বিএড এবং সহকারী শিক্ষক মোঃ মনির হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের দলনেতা গাজী নাবিদ ইশতিয়াক এবং উপদলনেতা-২ আব্দুল্লাহ আল নাবিদ।
বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ: বিঃ প্রঃ শাহারিয়ার নাফিজ, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ: বিঃ প্রঃ মেহেরাব হোসেন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ: বিঃ উঃ প্রঃ তৌহিদুর ইসলাম জিসান, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম: বিঃ উঃ প্রঃ ফারুফ হোসেন, স্বাস্থ্যসেবা: বিঃ প্রঃ সাকিবুল হাসান, তহবিল: বিঃ প্রঃ আরাফাত পাটোয়ারী, তহবিল: বিঃ উঃ প্রঃ নাঈম হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের ১৫ জন ছেলে শিক্ষার্থী ও ৩৭ জন মেয়ে শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় এবং বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মানবিক কাজে সহযোগিতা করার জন্য সবাইকে সৌদি আরব থেকে ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক, নাট্যকার, কবি, বিশিষ্ট লেখক, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি বলেন, সকল ভালো কাজে মানবিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে, মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে এবং খারাপ কাজ থেকে সমাজকে দূরে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দশের লাঠি একের বোঝা।