প্রবাস মেলা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঈদুল ফিতরের টানা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ক্রয় কমিটির বৈঠকে সিদ্ধ চাল, সার এবং এলএনজি কেনায় অনুমোদন দেয়া হয়েছে।
নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।