প্রবাস মেলা ডেস্ক: আগামী ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন- এ বছর কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ পাচ্ছেন কবি হাসান হাফিজ এবং জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার পাচ্ছেন কবি জুলফিকার হোসেন তারা।
পুরস্কার প্রদান করবেন জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, শহীদ আলভীর বাবা মো. আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।