রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জর্ডানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শহীদ ওসমান হাদির মৃত্যুতে দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে সম্প্রতি জর্ডানের রাজধানী আম্মানের ইন্ডাস্ট্রি এরিয়া আওয়াজানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তি, শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন। সভায় সভাপতিত্ব করেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির নেতা মোস্তফা মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহিন আলম, মাহবুবুল আলমসহ জর্ডান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের আহ্বান জানান তারা।