প্রবাস মেলা ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সংবাদকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার বিমান হামলায় তাঁরা নিহত হন বলে জানিয়েছেন গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক।
আল জাজিরা জানিয়েছে, নিহতরা হলেন তাদের সংবাদদাতা আনাস আল-শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া ও তাঁদের সহকারী মোহাম্মদ নওফাল। রোববার ইসরায়েলি হামলায় তাঁরা নিহত হন। ইসরায়েলের হামলায় ৫ কর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা।
আনাস আল-শরীফ আল জাজিরার বেশ সুপরিচিত সাংবাদিক। উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন তিনি। গতকাল আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় মৃত্যু হয় তাঁর।
সাংবাদিক আনাস আল-শরীফকে হত্যার পর একটি বিবৃতি দিয়েছে ইসরায়েল। বিবৃতিতে ইসরায়েলি বাহিনী আনাসের বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে।
সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে আনাস আল-শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযোগ করা হয়। তবে ইসরায়েলি বাহিনীর এই দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো।
এদিকে রোববার আল জাজিরার ৫ কর্মী ছাড়াও গাজার অর্ধশতাধিক মানুষ নিহত হন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন অনেকে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। প্রায় দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। এ ছাড়া ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন।